মা আমার অনেক দূরে ,
একটি বার
তাকে ছুঁয়ে দিতে পারছিনা,তার ঐ
চাঁদমাখা মুখের
মিষ্টি হাসি দেখতে পারছিনা,
জড়িয়ে ধরে একবার
বলতে পারছিনা 'মা আমি তোমার এমনই
একটি ছেলে যে তোমার অসুখ হলেও একটু
সেবা করার সুযোগ পাইনি,রাত
যেগে তোমার
পা টিপে দিতে পারিনি,পারিনি এক গ্লাস
পানি নিয়ে সারারাত তোমার পায়ের
কাছে দাড়িয়ে থাকতে,তুমি গোসল
করে আসার পরে তোমার ঐ
কাপড়গুলো ধুয়ে দিতে,অনেক কিছুই
পারিনি। সবই তুমি করেছ। তুমি সারাজীবন
দিয়েই গেছ বিনিময়ে নিয়েছ অগণিত
যন্ত্রনা। তোমাকে ছেড়ে আসার সময়
একবার জড়িয়ে ধরে কাঁদতে পারিনি তাই
বলে এখন আমার কান্না থেমে নেই। মা
তোমাকে অনেক
কথা বলতে ইচ্ছে করে জানিনা কখন
সুযোগ পাবো বলার
বা আদৌ পাবো কিনা ! মা"
তোমাকে অনেক কষ্ট দিয়েছি। মা"
বুকটা ফেটে যাচ্ছে তোমাকে জড়িয়ে ধরে একবার
কাঁদতে ইচ্ছে করছে।'
মা" তোমাকে খুব ভালবাসি। আজ
অনেক কিছুই
তোমাকে বলতে ইচ্ছে করছে.................
মাকে ছাড়া দূরে থাকা
No related post available
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন
(
Atom
)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন